নোটিশঃ দি ইউনিভার্সিটি অব কুমিল্লা এর শিক্ষার্থীদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দি ইউনিভার্সিটি অব কুমিল্লা এর রেজিষ্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানীজ এন্ড ফার্মস কর্তৃক ট্রাস্ট ও প্রশাসনিক অফিস হল ২২৮/ক, কুড়িল প্রগতি স্মরনি, বারিধারা, ঢাকা এবং শিক্ষা মন্ত্রনালয় কর্তৃক অনুমোদিত একাডেমিক ক্যাম্পাস হল ৯/বি, পলওয়েল কার্নেশন, সেক্টর-৮, উত্তরা, ঢাকা-১২৩০ (যাহা বর্তমানে বন্ধ রয়েছে)। দি ইউনিভার্সিটি অব কুমিল্লা ট্রাস্ট এর বোর্ড অব ট্রাস্টিজ এর মেজরিটি সদস্যদের সিদ্ধান্ত মোতাবেক দি ইউনিভার্সিটি অব কুমিল্লা এর ওয়েবসাইট হলঃ www.unicedu.ac এবং www.unic.edu.bd। ইতোমধ্যে কতিপয় অসাধু চক্র মিথ্যা তথ্য ও ভূয়া ট্রাস্টি বোর্ড সৃজন করে বিভিন্ন জায়গায় সাইনবোর্ড লাগিয়ে ও ওয়েবসাইট বানিয়ে দি ইউনিভার্সিটি অব কুমিল্লা এর নামে নানা ধরনের অনৈতিক কর্মকান্ডে লিপ্ত রয়েছে। বর্তমান বোর্ড অব ট্রাস্টিজ অতি দ্রুত সংশ্লিষ্ট দপ্তর সমূহে এই অসাধু চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্হা গ্রহন করবে। সকল শিক্ষার্থী ও অভিভাবকদের সকল প্রকার মিথ্যা, বানেয়াট ও বিভ্রান্তিমূলক তথ্য হতে সজাগ থাকার অনুরোধ জানানো হচ্ছে। আদেশক্রমে – রেজিস্ট্রার, দি ইউনিভার্সিটি অব কুমিল্লা।